আজ রবিবার (৮ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত প্রজ্ঞাপনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে কোন সিদ্ধান্ত না হওয়ায় পূর্বঘোষিত নির্দেশনা অনুযায়ী আগামী ৩১ আগস্ট পর্যন্তই বন্ধ থাকছে সব ধরনের শিক্ষা-প্রতিষ্ঠান।
তাই আগামী বুধবার (১১ আগস্ট) সব কিছু খুললেও খুলছে না কোনো শিক্ষা প্রতিষ্ঠান।
উল্লেখ্য, চলমান করোনাভাইরাসের ঊর্ধ্বগতি সংক্রমণ ঠেকাতে চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করেছে সরকার। আগামী ১১ আগস্ট থেকে বিধিনিষেধ শিথিলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার।আজ রবিবার (৮ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।
উক্ত প্রজ্ঞাপন অনুযায়ী, চলমান বিধিনিষেধ শেষে আগামী ১১ আগস্ট (বুধবার) থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে চলবে সব ধরনের গণপরিবহন। তবে সড়ক পথে স্বাভাবিকের চেয়ে অর্ধেক গাড়ি চলবে। খুলবে দোকান-শপিংমল খোলা থাকবে। সরকারি-বেসরকরি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে।
আজ রোববার (৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন:- "১০ আগস্টের পর থেকে চলমান বিধি নিষেধ ধাপে ধাপে শিথিল করা হবে। ১১ আগস্ট থেকে এই কঠোর বিধিনিষেধ আর থাকবে না। স্বাস্থ্যবিধি মেনে সবকিছু ধীরে ধীরে খুলে দেওয়া হবে। তবে এই সময়ের মধ্যে সবাইকে ভ্যাকসিন নিতে হবে। কি পর্যায়ে শিথিল করা হবে তা আজ বা কালকের মধ্যে জানানো যাবে।"
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, "গতদিন সভায় যেটা আলোচনা হয়েছে সেখানে মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী সভাপতিত্ব করেছেন। সেখানে সিদ্ধান্ত ছিল ১০ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা। ১১ তারিখ থেকে ধাপে ধাপে শিথিল করার সিদ্ধান্ত। যদিও শনাক্তের হার কমছে কিন্তু মৃত্যুর হার দুইশ’র ওপরে আছে। সে বিষয়ে অবশ্যই আমাদের নজর রাখতে হচ্ছে। আগামীতে কী পর্যায়ে শিথিল করবো সে বিষয়ে আজ প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত পাব। সেটা আজ বা কাল জানাতে পারব।"