চলমান করোনাভাইরাসের ঊর্ধ্বগতি সংক্রমণ ঠেকাতে চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করেছে সরকার। আগামী ১১ আগস্ট থেকে বিধিনিষেধ শিথিলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার।গত রবিবার (৮ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।
উক্ত প্রজ্ঞাপন অনুযায়ী, চলমান বিধিনিষেধ শেষে আগামী ১১ আগস্ট (বুধবার) থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে চলবে সব ধরনের গণপরিবহন। তবে সড়ক পথে স্বাভাবিকের চেয়ে অর্ধেক গাড়ি চলবে। খুলবে দোকান-শপিংমল খোলা থাকবে। সরকারি-বেসরকরি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে।
এরই ধারাবাহিকতায় সকল স্বাস্থ্যবিধি মেনে বুধবার (১১ আগস্ট) থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) খোলা থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন । এ সময়ে সরাসরি শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও চালু থাকবে অনলাইন কার্যক্রম।
সোমবার (৯ আগস্ট) জবির রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রীপরিষদ বিভাগ, মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা কর্তৃক জারিকৃত বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে ১১ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট/বিভাগ/দপ্তর সরকারি স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক খোলা থাকবে।
এছাড়া করোনা পরিস্থিতির কারণে সরাসরি শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। তবে অনলাইন শিক্ষা কার্যক্রম যথারীতি চালু রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।'