Type Here to Get Search Results !

মেডিকেল প্রথম বর্ষের শিক্ষার্থীদের অনলাইনে উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হলো আজ

0
- নিজস্ব প্রতিবেদক 
 

 আজ ১ আগস্ট(রবিবার) ২০২০-২১ সেশনের প্রথম বর্ষের মেডিকেল শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস অনলাইনে ।অনুষ্ঠিত হয়েছে।  দুপুরে মহাখালীর বিসিপিএস অডিটরিয়াম হলে  উক্ত অনুষ্ঠানের  উদ্বোধন ঘোষণা করেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ।


স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন- "পরীক্ষা নেওয়ার সময় আমরা অনেক সমালোচনার মুখোমুখি হয়েছিলাম। কিন্তু আমরা থামিনি। আমরা আমাদের ছেলে-মেয়েদের জীবনের এক বছর নষ্ট করতে দিতে পারি না। যাঁরা ডাক্তার হতে চান, তাঁদের আগামীতে হাসপাতালগুলোতে সেবা দিতে হবে। আমরা সেবার মধ্যে গ্যাপ সৃষ্টি হোক, পড়াশোনায় গ্যাপ সৃষ্টি হোক, সেটা চাইনি। ভবিষ্যতে আমরা স্বাস্থ্যবিধি মেনে ক্লাস শুরু করার চেষ্টা করব।"

 তিনি আরও বলেন, "৭ থেকে ১৪ আগস্ট এই ৭ দিনে উৎসবমুখর পরিবেশে দেশের মানুষকে অন্তত ১ কোটি ভ্যাকসিন দেওয়া হবে। দেশের ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে রাজধানী পর্যন্ত সর্বত্র এই টিকা উৎসব চলবে।"
উল্লেখ্য: চলতি  আগস্ট মাসের ৭ তারিখ থেকে দেশের ইউনিয়ন পর্যায়ে করোনার টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। 
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন বেশ কয়েক শিক্ষার্থীও‌।অনেকে ভার্চ্যুয়ালি যোগ দেন।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব  করেন  স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ইউসুফ ফকির।এছাড়া সভায়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ইকবাল আর্সনাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ।

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad