Type Here to Get Search Results !

মেডিকেল কলেজ কবে খুলবে সেটা নিয়ে বৈঠক কাল

0
- নিজস্ব প্রতিবেদক 

দেশের সকল সরকারী, বেসরকারি মেডিকেল কলেজগুলোতে কবে থেকে সশরীরে পাঠদান শুরু করা হবে সে ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের সাথে বৈঠক করে দিনক্ষণ চূড়ান্ত করতে চায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

এরই ধারাবাহিকতায় আগামীকাল বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হবে।

ভার্চুয়ালি অনুষ্ঠেয় ওই বৈঠকে দীর্ঘ দিন ধরে বন্ধ থাকা এসব শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

বিষয়টি আজ বুধবার (১ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব ।

তিনি বলেন, "মেডিকেল-ডেন্টাল কলেজ খোলা নিয়ে আগামীকাল মিটিং হবে। সিদ্ধান্ত কি হবে, সেটা এখনো বলা যাচ্ছে না। প্রতিষ্ঠানগুলো খুলবে কিনা, আগামীকাল বলা যাবে। পরে ওই দিনই নোটিস দেওয়া হবে। এজন্য বেশি সময় লাগবে না। সিদ্ধান্তটাই মূল বিষয়।"

তিনি আরও  বলেন,"করোনার সংক্রমণ ও মৃত্যু নিচের দিকে। সবাই বিষয়টি পর্যবেক্ষণ করছেন। সুতরাং পরামর্শের ভিত্তিতেই সিদ্ধান্ত আসবে।"

উল্লেখ্য,এর আগে গত ২২ আগস্ট অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব বলেছিলেন, "আগামী মাসের প্রথম সপ্তাহে দেশের মেডিকেল ও ডেন্টাল কলেজ কলেজগুলো খুলে দেওয়া হবে।"

এ ব্যাপারে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক বলেন, "আগামী মাসের প্রথম সপ্তাহের যে কোনো দিনই হতে পারে। এটা দাপ্তরিক কোনো ঘোষণা না। সবার টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। সে কারণে আমাদের প্রস্তাবনা ছিল, আগস্টের শেষ দিকে খোলার। তবে করোনার প্রকোপসহ নানা কারণে অনেকে চলতি মাসে কলেজগুলো খোলার বিপক্ষে মত দিয়েছেন। তারা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে খোলার পক্ষে। ঊর্ধ্বতন মহল এটা উপলব্ধি করতে পেরেছেন।"

এর আগে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে মেডিকেল কলেজগুলো খুলে দেয়ার মতামত চেয়ে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির কাছে চিঠি পাঠানো হয়। বেশ কিছু নির্দেশনা দিয়ে সশরীরে ক্লাস নেয়ার মতামত দেয় কারিগরি কমিটি। তবে সশরীরে ক্লাসের বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জানিয়ে এ বিষয়ে সেই সময় কোনো সিদ্ধান্ত নেয়নি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ।

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad