বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) এর ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা বর্তমান করোনা ভাইরাসের সংক্রমণের কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য যে, আগামী ২০ আগস্ট বুটেক্স এর ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল।
বৃহস্পতিবার (৫ আগস্ট) বুটেক্সের একাডেমিক কাউন্সিলের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বুটেক্সের উপাচার্য অধ্যাপক আবুল কাশেম বৈঠক শেষে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন
উক্ত বৈঠকে উপাচার্য অধ্যাপক আবুল কাশেম বলেন: "একাডেমিক কাউন্সিলের সকল সদস্যের মতামতের ভিত্তিতে বুটেক্সের ভর্তি পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। পরবর্তীতে পরীক্ষা নেয়ার অন্তত ১৫ দিন আগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের তারিখ জানিয়ে দেয়া হবে।"
অধ্যাপক আবুল কাশেম আরও বলেন, "কবে নাগাদ পরীক্ষা নেয়া হতে পারে এই মুহূর্তে সেটি বলা মুশকিল। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। যখনই পরীক্ষা নেয়ার মতো পরিবেশ হবে তার ১৫ দিন আগে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।"