Type Here to Get Search Results !

এসএসসি-২০২২ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ

0
- নিজস্ব প্রতিবেদক 

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ২০২২ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে।

বুধবার(১৮ আগস্ট) এ সংক্রান্ত নির্দেশনা প্রদান করা হয়।
পাশাপাশি,দেশের সকল সরকারি বেসরকারি নিম্ন মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয় সমূহের দশম শ্রেণির বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়  ।

উক্ত নির্দেশনায় বলা হয়, 'কোভিড-১৯ অতিমারির কারণে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত ২০২২ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির আলোকে গ্রিড অনুযায়ী ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিতরণ করা হলো। বিতরণকৃত অ্যাসাইনমেন্ট সকল শিক্ষার্থীদের প্রদান ও গ্রহণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধিনিষেধ যথাযথভাবে অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।'

এছাড়াও উপরিচালক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা বা থানা শিক্ষা অফিসার এবং শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

উক্ত নির্দেশনায় আরও জানানো হয় যে, 'ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা, রসায়ন, হিসাববিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বিষয়ের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। অ্যাসাইনমেন্টে শিক্ষার্থী মূল্যায়নে ‘অতিউত্তম’, ‘উত্তম’, ‘ভালো’ ও ‘অগ্রগতি প্রয়োজন’ ব্যবহার করতে হবে।'

অ্যাসাইনমেন্ট প্রকাশের গ্রিড অনুযায়ী ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ২০২১ সালের দশম শ্রেণির বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের সপ্তাহের এসাইনমেন্ট কার্যক্রম শুরু হবে ১৮ আগস্ট থেকে এবং শিক্ষার্থীরা নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে এবং নিয়ম অনুসরণ করে অ্যাসাইনমেন্ট সম্পন্ন করার পর সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষকের নিকট জমা দিবে ২৫ আগস্ট ২০২১ তারিখের মধ্যে।

এছাড়াও,বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের গৃহীত সিদ্ধান্তের আলোকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস অনুসরণ করে ষষ্ঠ সপ্তাহে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের বিভাগীয় আবশ্যিক বিষয় সমূহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। 

এর মধ্যে সকল বিভাগের শিক্ষার্থীদের জন্য ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিষ্ট ধর্ম ও নৈতিক শিক্ষা। বিজ্ঞান বিভাগের জন্য রসায়ন, ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য হিসাববিজ্ঞান এবং মানবিক বিভাগের জন্য বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বিষয়ের অ্যাসাইনমেন্ট নির্ধারণ করা হয়েছে।

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad