Type Here to Get Search Results !

আজকের আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে বিশ্ববিদ্যালয় খোলার কোনো সিদ্ধান্ত হয়নি

0
- নিজস্ব প্রতিবেদক

আগামী ১২ সেপ্টেম্বর থেকে দেশের সকল স্কুল-কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত হলেও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী ১৫ অক্টোবরের পরে বিশ্ববিদ্যালয় খোলার আগের সিদ্ধান্ত বহাল রয়েছে।

আজ রবিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, "গত মাসে আমরা বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সঙ্গে বৈঠক করে শিক্ষার্থীদের অন্তত ১ ডোজ টিকা দিয়ে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নিয়েছিলাম। তখন মধ্য অক্টোবরের পর বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত হয়েছিল।"

তিনি আরও বলেন,“বর্তমানে করোনা সংক্রমণ কমে আসায় শিগগির ভিসিদের সঙ্গে বসবো। যেহেতু বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল রয়েছে। তাই কবে খোলা যায় সেটি নিয়ে বৈঠকে আলোচনা করবো।”

শিক্ষামন্ত্রী বলেন, "প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে ১২ সেপ্টেম্বর থেকে। তবে শুরুতে শুধু এ বছরের এবং আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের এবং প্রাথমিকের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাস হবে। বাকিদের সপ্তাহে একদিন করে ক্লাস হবে।"

উল্লেখ্য,করোনার কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি চলছে। সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ১১ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি আছে।

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad