রমজান মাসের প্রতিটি সেকেন্ড যেন কাজে লাগানো যায় সেই চেষ্টা আমাদের প্রত্যেকেরই থাকা উচিত। কেননা এই মাস ইবাদতের মাস। ইবাদতের শ্রেষ্ঠ সময় হচ্ছে রমজান মাস কেননা এই মাসে শয়তানকে শেকলে আবদ্ধ করে রাখা হয়। আবার রমজানের আমল করলে একটি কাজের জন্য 70 বা তার অধিক নেকি পাওয়া যায়।নিচে রমজান মাসের কিছু বিশেষ আমল উপস্থাপন করা হচ্ছে:
1)চাঁদ দেখে দোয়া পড়া
2)রোজা রাখা
3)তারাবির নামাজ পড়া
4)সেহরি খাওয়া
5)নিজে কুরআন পড়া ও অন্যকে শেখানো
6)সময় মত নামাজ আদায় করা
7)তাহাজ্জুদ এর নামাজ আদায় করা
8)বেশি বেশি করে জিকির করা
9)তওবা ও ইস্তেগফার করা বেশি বেশি করে
10)মেসওয়াক করা
11)ভালো কাজ বেশি বেশি করে করা
12)দান সদকা বাড়িয়ে দেওয়া
13)নিজে ইফতার করা ও অপরকে ইফতার করানো
14)দাওয়াতে দ্বীনের কাজ করা
15)সর্বপ্রকার গুনাহের কাজ থেকে নিজেকে হেফাজত করা
16)ইফতারের আগে দোয়া করা
17)সামর্থ্য থাকলে ওমরাহ পালন করা
18)যাকাত, ফিতরা দেওয়া
19)ইতিকাফের পাশাপাশি শেষ দশকে ইবাদতে মগ্ন
হওয়া
20)সর্বশেষ,জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করা।
উপরোক্ত যে আমলগুলো বলা হলো আমরা যেন তার অনুপাতে চলতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন আমিন।
-পারভেজ আহামেদ
তথ্যসূত্র:বিভিন্ন হাদিস