Type Here to Get Search Results !

বন্ধুত্ব : একটি বৈজ্ঞানিক ইনসাইট

0

 ২০১১ সালের একটি গবেষণায় আমাদের মস্তিষ্কের মধ্যকার Neurobiological Endogenous Opioid System নামক পদার্থ নিয়ে বিস্তর কাজ হয় যেটি বলে যে আমাদের পজিটিভ সামাজিক সম্পর্কগুলোতে এই সিস্টেম আমাদের ভালো অনুভূতি যোগাতে ভূমিকা রাখে। এছাড়াও ২০১৬ সালের একটা গবেষণায় পাওয়া যায় যে সোশ্যাল ইন্টারেকশনের সময় আমাদের মস্তিষ্ক থেকে অক্সিটোসিন নিঃসৃত হয়। যদিও বন্ধুত্ব নিয়ে খুব একটা কাজ এখনও হয়নি, কিন্তু জানা যায় এই অনুভূতির সাথে জড়িয়ে আছে ডোপামিন, সেরোটোনিন, অক্সিটোসিন ইত্যাদির মতো নানা কেমিক্যালের কারসাজি। আমাদের মস্তিষ্ক সহজাতভাবেই যেসব কাজে ভালো অনুভূতি সৃষ্টি হয় তা বারবার করতে চায়। মানুষ সামাজিক জীব, সে বন্ধু বানাতে পছন্দ করে, বন্ধুদের সাথে মেলামেশায় আনন্দ পায়, স্ট্রেস কমে। এতে ডোপামিন রিলিজ হয়, এবং এই ডোপামিন আমাদের একই রকম বন্ধুত্বপূর্ণ আচরণ চালিয়ে যেতে তাড়না দিয়ে যায়। অনেক বিবর্তনবাদীদের মতে মানুষ এবং অন্যান্য অনেক জীব জন্তুরা প্রাচীনকাল থেকেই পরিবার বাদে একটা বৃহৎ নন ফ্যামিলি সার্কেলে ইন্টের‍্যাক্ট করে আসছে। মানুষের স্বভাবতই প্রয়োজন পরে অনেক রিসোর্সের, ইনফরমেশনের যেগুলো সেক্লুশনে থাকলে মানুষ সহজভাবে পায় না। এই কারণে এই বন্ধুত্ব গড়ার আচরণ প্যাটার্ন আধুনিক মানুষের কোনো ক্যারাক্টিরিস্টিক নয়, বরং মানুষের ইভোলিউশানিরি অতীতের একটি অংশ হয়েই রয়ে গেছে আজ অবধি।

বন্ধুত্বপূর্ণ আচরণ গড়ে ওঠার ক্ষেত্রে সহাবস্থান প্রায় সময় মৌলিক ভূমিকা পালন করে। একই বয়সের, একই মন মানসিকতার মানুষের মাঝেই বেশিরভাগ সময় বন্ধুত্ব গড়ে উঠতে দেখা যায়। মানুষ জেনেটিকালি বন্ধুদের বেশি ভালোবাসে, গবেষণায় পাওয়া গেছে বন্ধুরা অনেকটা জেনেটিকালি ফোর্থ কাজিনদের সিমিলার হয়। 


গবেষণায় কিছু মজার তথ্য পাওয়া যায়, যেমন, আমাদের বন্ধুরা যেভাবে ঘ্রাণ নেয়, আমরাও প্রায় সময় সেভাবেই ঘ্রাণ নিই। যার কারণে অনেক সময়ই বন্ধুদের মাঝে একই খাবার এবং পরিবেশের প্রতি অনুরাগ থাকে। 

আবার ইমিউন সিস্টেমের ক্ষেত্রে এখানে কিছুটা বৈপরীত্যে পরিলক্ষিত হয়। উদাহরণস্বরূপ, আপনি হয়তো কোনো পার্টিকুলার রোগের প্রতি সেনসিটিভ, কিন্তু অনেকটা কাকতালীয়ভাবে দেখা যায় আপনার বন্ধু সেই রোগের প্রতি সাসেপটিবল নয় এবং এতে সেই রোগটি তার থেকে আপনার ভেতর সংক্রমিত হবার চান্স কম থাকে।

.

বন্ধু গড়ার অনেকগুলো কারণই থাকতে পারে যেগুলো এখনও আমাদের কাছে পরিষ্কার নয়। এই অনুভূতির পেছনে যেমন আছে বিভিন্ন রাসায়নিক উপাদানের ভূমিকা, তেমনি থাকে নানা সোশিওবায়লজিকাল কিংবা সাইকোলজিকাল আস্পেক্ট। বন্ধুদের কাছেই আমরা বেশি ভালো থাকি, সুখানুভূতি অর্জন করি। এই কারণেই World Friendship Crusade নামক একটি আন্তর্জাতিক সিভিল অর্গানাইজেশন ১৯৫৮ সালে প্যারাগুয়ের পুয়ের্তো পিনাস্কো শহরে ৩০ জুলাই-এ বন্ধুত্বের ব্যাপারটিকে একটি শান্তির বার্তা হিসেবে করার লক্ষ্যে নানা ক্যাম্পেইন চালানো শুরু করে। যদিও ১৯৫৮ এর কিছু বছর আগেই বেশ একটা ব্যবসায়িক উদ্দেশ্যে ১৯৩০ সালের দিকে এই রেওয়াজ চালানো শুরু করে জয়েস হলের Hallmark Card. এরও আগে ১৯২০ সালের দিকে Greeting Card National Association দ্বারা এই দিবসকে প্রোমোট করা হয় যেটা শীঘ্রই কনজিউমার রেজিস্ট্যান্স এর মুখোমুখি হয়ে বন্ধ হতে বাধ্য হয়। এই পুরো ব্যাপারটিই তখন আমেরিকার মধ্যেই আবদ্ধ ছিল যা ইউরোপে ছড়ানোর তেমন কোনো প্রমাণ পাওয়া যায় না, কিন্তু এশিয়াতে অনেক দেশই পরবর্তীতে বন্ধু দিবসকে আপন করে নেয়। যদিও ২০১১ সালের ২৭ শে জুলাই জাতিসংঘের জেনারেল এসেম্বলির ৬৫তম অধিবেশনে ৩০ জুলাইকে "আন্তর্জাতিক বন্ধু দিবস" হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, তবুও অনেক দেশেই এই দিবসটি অন্যান্য দিবসে পালন করে থাকে। যেমন : ব্রাজিল, আর্জেন্টিনায় ২০ জুলাই, কলম্বিয়ায় মার্চের দ্বিতীয় শনিবার, ভারতে আগস্টের প্রথম রবিবার ইত্যাদি দিনে বন্ধু দিবস পালন করা হয়ে থাকে।

যে যেকোনো দিনেই পালন করুক না কেন, বন্ধু আমাদের সামাজিক জীবনে একটি মৌলিক অংশ হয়ে আজীবন রয়ে যাবে। সোশ্যাল মিডিয়ার এবং র‍্যাপিড ডিজিলাইজেশনের এই যুগে মানুষ আসল বন্ধুত্বপূর্ন আচরণ থেকে অনেকখানি সরে পড়ছে। তাই প্রার্থনা থাকবে বন্ধুত্ব যেন শুধু চ্যাটবক্সের মাঝেই আবদ্ধ না থাকে, বন্ধুত্ব বিরাজ করুক শয়নে, স্বপনে, হৃদয়ে এবং ভালোবাসায়।


লেখক : আরাফাত জুয়েল, প্রথম বর্ষ, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 


তথ্যসূত্র

 1. Friendship Day - Wikipedia 

 2. World Friendship Crusade - Wikipedia 

 3. What Created Confusion over this Year's Friendship Day - Dhaka Tribune

 4. Why Do We Make Friends? - Wonderopolis

 5. Robert M. Seyfarth, Dorothy L. Cheney, The Evolutionary Origins of Friendship, Annu. Rev. Psychol. 2012.63:153-77

 6. Your Toddler's Development : What to Expect - Webmd

 7. Do We Choose Our Friends Because They Share Our Genes?, Rob Stein - NPR

 8. The Science of Making Friends - WSJ

 9. Why We Need Friends, According To A Scientist - The Fader

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad