-নিজস্ব প্রতিবেদক
এবছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের পুনঃবিন্যাস কৃত সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী তিনটি নির্বাচিত বিষয়ে অ্যাসাইনমেন্ট করতে হবে।চতুর্থ বা আবশ্যিক বিষয়ের আর অ্যাসাইনমেন্ট করার দরকার নেই।
আর অনিয়মিত পরীক্ষার্থীরা অর্থাৎ যারা আগের বছর ফেল করেছে তারা শুধুমাত্র ফেল করা গ্রুপ ভিত্তিক নৈর্বাচনিক বিষয়ের অ্যাসাইনমেন্ট করবে।
গত 29 শে জুলাই রোজ বৃহস্পতিবারগত 29 শে জুলাই রোজ বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটির জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এসব তথ্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়, " এ বছরের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষা পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী শুধু গ্রুপভিত্তিক ৩টি নৈর্বাচনিক বিষয়ে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় ও পরীক্ষার নম্বর কমিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি পরীক্ষার সময় ও পরীক্ষার নম্বর কমিয়ে পরীক্ষা গ্রহণ করা হবে।
২০২১ সালে এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার নিয়মিত, অনিয়মিত, আংশিক বিষয়ে অকৃতকার্য, প্রাইভেট পরীক্ষার্থী ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীর পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে অ্যাসাইনমেন্ট কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। নিয়মিত, অনিয়মিত প্রাইভেট পরীক্ষার্থী ও জিপিএ উন্নয়ন এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীকে শুধু গ্রুপভিত্তিক ৩টি নৈর্বাচনিক বিষয়ের অ্যাসাইনমেন্ট কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে।"
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, "আংশিক বিষয়ে অকৃতকার্য (এক বা দুই বিষয়ে অকৃতকার্য) পরীক্ষার্থী যদি নৈর্বাচনিক বিষয়ে অকৃতকার্য হয়ে থাকে, তাহলে পরীক্ষার্থীকে তার অকৃতকার্য নৈর্বাচনিক বিষয়ে অ্যাসাইনমেন্ট কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। যেমন, একজন আংশিক বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থী যদি বাংলা (আবশ্যিক বিষয়) ও রসায়নে (নৈর্বাচনিক বিষয়) অকৃতকার্য হয়, তাহলে শুধু রসায়ন বিষয়ের অ্যাসাইনমেন্ট কার্যক্রমে অংশগ্রহণ করবে। আবশ্যিক ও চতুর্থ বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীকে অ্যাসাইনমেন্ট কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে না।
বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছে ,"শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে অ্যাসাইনমেন্ট সংগ্রহ করে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশিকা মোতাবেক দিতে হবে।"