Type Here to Get Search Results !

মেডিকেল কলেজগুলোতে সশরীরে ক্লাস শুরু নিয়ে গুজব ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের

0
- নিজস্ব প্রতিবেদক 

দেশের সরকারি-বেসরকারি সব মেডিকেল কলেজে সশরীরে ক্লাস নিয়ে বিভ্রান্তিকর যে সকল তথ্য ছড়ানো হচ্ছে থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। 

পাশাপশি,এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে সংশ্লিষ্টদের শনাক্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও হুশিয়ারি করা হয়েছে।

সোমবার (২৩ আগস্ট) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা ডা. উপল সীজারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "অতিসম্প্রতি সামাজিক যোগাযোগেরমাধ্যমে পরিচালক, চিকিৎসা শিক্ষা, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী, ঢাকার জাল স্বাক্ষর সম্বলিত এমবিবিএস ও বিডিএস ক্লাস সশরীরে শুরু সংক্রান্ত একটি চিঠি প্রচারিত হচ্ছে। যার সঙ্গে চিকিৎসা শিক্ষা, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কোন প্রকার সংশ্লিষ্টতা নেই এবং উক্তপত্র পরিচালক, চিকিৎসা শিক্ষা, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নয়।"

এতে আরও বলা হয়, 'যথসময়ে সশরীরে ক্লাস শুরুর বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জানানো হবে। এ হেন কর্মকাণ্ডে শিক্ষার্থী, অভিভাবক এবং সুধিমহলে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। এ জাতীয় কর্মকাণ্ড হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।'

এর আগে,আগামী ২৮ আগস্ট থেকে দেশের সব মেডিকেল কলেজ খুলে দেয়া হচ্ছে বলে গতকাল রবিবার থেকে প্রচার হয়ে আসছিল। এ প্রচারণায় স্বাস্থ্য অধিদপ্তরের একটি নকল নোটিশ ব্যবহার করা হয়েছে।
(এ সংক্রান্ত নোটিশ নাকি  জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর!) রোববার (২২ আগস্ট) দিনভর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এমন নোটিশে সয়লাব ছিল। তবে বিষয়টিকে গুজব বলে জানিয়েছে অধিদপ্তর

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব বলেন, "যে নোটিশ ফেসবুকে ছড়ানো হয়েছে সেটি ভুয়া। এ ধরনের কোনো নোটিশ আমরা জারি করিনি।"

এছাড়াও তিনি আরও বলেন, "যারা এই কাজটি করেছে তারা চরম অন্যায় করেছে। এতে শিক্ষার্থীদের মাঝে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। নোটিশে ওরা আমার নামও ঠিক লেখেনি। এছাড়া নোটিশের উপরে স্বাস্থ্য অধিদপ্তর লেখা। অথচ মেডিকেল কলেজগুলো পরিচালনা করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।"

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad