Type Here to Get Search Results !

বিশ্ববিদ্যালয় খুললে ছাত্রলীগকে সতর্ক হয়ে ‘ওয়েল ইকুইপড’ হয়ে মাঠে থাকার নির্দেশ দেন ওবায়দুল কাদের

0
- নিজস্ব প্রতিবেদক


দীর্ঘদিন পর আগামী ১৭ অক্টোবর থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৬ আগস্ট) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ের এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দিলে সেখানে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একই সাথে উদ্বুত চ্যালেঞ্জ মোকাবেলায় ছাত্রলীগকে ‌আটঘাট বেঁধে মাঠে নামার প্রস্তুতি নেয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। 

শুক্রবার(২৮ আগস্ট) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শোক দিবসের আলোচনা সভায় এমন আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের আরোও বলেন, "বাংলাদেশে ষড়যন্ত্রের রাজনীতি এখনো চলমান। বাংলার আকাশে এখনো ষড়যন্ত্রের গন্ধ। তরুণদের সতর্ক হতে হবে। সামনের দিন আরো কঠিন চ্যালেঞ্জ আছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশে ক্ষমতার মঞ্চে পরিবর্তনের পর এখানে যারা উল্লসিত তাদের মতলব কি, উদ্দেশ্য কি তা বুঝতে হবে। "

তিনি বলেন, "মনে রাখবেন শিক্ষাঙ্গনগুলোতে নানান কৌশল, অপকৌশলে অস্থিরতা তৈরি হবে। শিক্ষাঙ্গন খুলতে যাচ্ছে। অচিরেই বিশ্ববিদ্যালয় খুলছে। আপনাদের কিন্তু আটঘাট বেঁধে নামতে হবে। অনেক অপশক্তি এবার মাঠে নামবে চ্যালেঞ্চ করবে। তারা প্রস্তুতি নিচ্ছে, বিশ্ববিদ্যালয়কে ঘিরেই তারা অস্থীতিশীলতা তৈরি করবে।"

এ ব্যাপারে ছাত্রলীগের সাবেক সভাপতি বলেন, "ষড়যন্ত্রকে, ষড়যন্ত্রের স্রোতকে আরো তীব্র করা প্রস্তুতি নিচ্ছে। শেখ হাসিনার সরকারকে হটানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। কাজেই ছাত্রলীগকে আজকে ওয়েল ইকুইপড হতে হবে। মেধাভিত্তিক সৎ ছাত্র রাজনীতি আজকের বাস্তবতা। প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করে মাঠে নামতে হবে।"

পাশাপশি সততা, কর্ম, সাহস এবং মেধার ভিত্তিতে ছাত্রলীগের পুরাতন গৌরব ফিরিয়ে আনার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারন সম্পাদক। তিনি বলেন, আমি ছাত্রলীগকে বলবো, আপনারা বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনার সাথে অচ্ছেদ্য বন্ধনে জড়িত। সে গৌরব আমি আবারও দেখতে চাই। ছাত্রলীগকে সেই গৌরবের ধারা ফিরিয়ে আনতেই হবে। খারাপ খবরের শিরোনাম দেখতে চাই না। সততা দিয়ে, কর্ম দিয়ে, সাহস দিয়ে, মেধা দিয়ে, চরিত্র দিয়ে সাধারণ ছাত্রদের কাছে ছাত্রলীগকে আকর্ষণীয় করে তুলতে হবে। দিস ইজ ভ্যারি ইম্পরটেন্ট

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad