Type Here to Get Search Results !

রাজধানীতে অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া শুরু হলো আজ থেকে

0

- নিজস্ব প্রতিবেদক 


আজ সোমবার (২ আগস্ট)  থেকে রাজধানীতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকা ভ দেওয়া শুরু হয়েছে। আর সারাদেশে দেওয়া হবে আগামী ৭ আগস্ট থেকে ।

আজ সোমবার সকাল ৯টা থেকে রাজধানীর বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও স্বায়ত্তশাসিত হাসপাতালসহ বিভিন্ন টিকাদান কেন্দ্রে এ কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে, রোববার স্বাস্থ্য অধিদফতরের করোনা সম্পর্কিত নিয়মিত প্রেস বুলেটিনে টিকাদান কর্মসূচির কর্মকর্তা ডা. মো. শামসুল ইসলাম জানিয়েছিলেন, "আগস্টের ২ তারিখ থেকে শুরুতে ঢাকা শহর এবং ঢাকা বিভাগের সব জেলায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকা দেওয়া শুরু হবে। আগস্টের ৭ তারিখ থেকে সারাদেশে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া শুরু হবে।"

যারা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন তাদেরকে অন্য টিকা নিতে মানা করেছেনডা. মো. শামসুল ইসলাম। কারণ, এতে করে নানা রকম শারীরিক জটিলতা দেখা দিতে পারে। 

তিনি আরও বলেন," যারা সেই তালিকায় রয়েছেন তাদের প্রথম ডোজ যে কেন্দ্র থেকে নিয়েছেন, সেখানে গিয়েই দ্বিতীয় ডোজ নিতে হবে। যারা দ্বিতীয় ডোজ নেবার জন্য এসএমএস পেয়েছেন, তাদের নতুন করে মেসেজের জন্য অপেক্ষা করতে হবে না। আগের বার্তাটি দেখিয়েই তারা দ্বিতীয় ডোজ নিতে পারবেন। সঙ্গে করে প্রথম ডোজ নেবার জন্য যে কার্ডটি ছিল, সেটি নিয়ে যেতে হবে।"

 বর্তমানে জাপান সরকারের দেয়া ১০ লাখের বেশি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা স্বাস্থ্য অধিদফতরের কাছে  রয়েছে। সব মিলিয়ে ৩০ লাখ টিকা দেওয়ার কথা জাপান সরকারের। এছাড়াও আগামী মঙ্গলবার ছয় লাখ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার আরেকটি চালান ঢাকায় আসার কথা রয়েছে।

এদিকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ পেয়েছেন কিন্তু দ্বিতীয় ডোজ পাননি এমন মানুষের সংখ্যা প্রায় সাড়ে ১৫ লাখ। দ্বিতীয় ডোজ যারা পাননি তাদের কাছে স্ব স্ব কেন্দ্র থেকে ক্ষুদেবার্তা পাঠানো হবে।

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad