করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় চলমান বিধি-নিষেধ আগামী 10 আগস্ট পর্যন্ত বাড়িয়েছে সরকার।
আজ মঙ্গলবার(৩ আগস্ট) করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতি নিয়ে মন্ত্রিপরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়।উক্ত বৈঠক শেষে এ তথ্য জানান বৈঠকের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
তিনি বলেন, করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় আগামী ১০ আগস্ট পর্যন্ত লকডাউন চলমান থাকবে। এরপর লকডাউন তুলে নেয়া হবে। ১১ আগস্ট থেকে সবকিছু স্বাভাবিক নিয়মে চলবে।
মন্ত্রী আরও বলেন, ১১ আগস্ট থেকে খুলে দেয়া হবে গণপরিবহন, লঞ্চ, দোকানপাট, শপিংমল সবকিছু । তবে এর আগে সবাইকে টিকা নিতে হবে। টিকা না নিয়ে কেউ দোকানপাট খুলতে পারবে না।নিজ নিজ ওয়ার্ড থেকে সবাইকে টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এক সপ্তাহে ১ কোটি লোককে ভ্যাকসিন দেওয়া হবে। এজন্য প্রত্যেক ওয়ার্ডে, গ্রামে গ্রামে নন্যুতম ২টি করে কেন্দ্র করা হচ্ছে। সপ্তাহব্যাপী একযোগে ভ্যাকসিন দেওয়া হবে ১৪ হাজার কেন্দ্রে।
মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন,মানুষকে ভ্যাকসিন নিতে দৌড়াতে হবে না, বরং, আমাদের লোকজনই তাদের কাছে পৌঁছে যাবে।
আগামী ১ সপ্তাহে ১ কোটি মানুষকে ভ্যাকসিনেটেড করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। ওয়ার্ড-ইউনিয়নে ৫ থেকে ৭টা কেন্দ্র করে ১ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে।
সর্বশেষ ঘোষণা অনুযায়ী, এখন ৫ আগস্ট পর্যন্ত বিধিনিষেধ রয়েছে। তবে ১ আগস্ট থেকে রপ্তানিমুখী শিল্পকারখানা খুলে দেওয়ার কথা।