Type Here to Get Search Results !

সেপ্টেম্বরের মধ্যে দেশের দুই কোটি মানুষকে দেওয়া হবে করোনাভাইরাসের টিকা:স্বাস্থ্যমন্ত্রী

0
- নিজস্ব প্রতিবেদক 

আগামী সেপ্টেম্বর মাসে দেশের দুই কোটি মানুষকে করোনার টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, "করোনাকালীন সময়ে আমরা চেষ্টা করছি, দেশের মানুষকে কিভাবে ভালো রাখা যায়। বর্তমানে করোনায় মৃত্যু ও সংক্রমণের হার কমে গেছে।"

মঙ্গলবার(৩১ আগস্ট) সন্ধ্যায় মানিকগঞ্জে পৌর আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা জানান।

এ ব্যাপারে জাহিদ মালেক বলেন, "বর্তমানে করোনায় মৃত্যু ও সংক্রমণ কমছে। তাই বলে করোনাকে কোনোভাবেই অবহেলা করা যাবে। করোনাকালে দেশের মানুষকে কীভাবে ভালো রাখা যায় আমরা সে চেষ্টা করে যাচ্ছি। আমাদের দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। অনেক দেশের তুলনায় আমরা ভালো আছি। এই ভালো থাকার জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।করোনাকালে দেশের মানুষকে কীভাবে ভালো রাখা যায়, সেই চেষ্টা করছি। বর্তমানে দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর হার কমে গেছে। অনেক দেশের তুলনায় আমরা ভালো আছি। এই ভালোটাকে ধরে রাখার জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং টিকা নিতে হবে।"

তিনি আরও বলেন, "১৫ ও ২১ আগস্ট একই সূত্রে গাঁথা। স্বাধীনতা-বিরোধীরা ষড়যন্ত্র করে জাতির জনককে হত্যা করেছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা করে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। সেই ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। সম্প্রতি হেফাজতের মাধ্যমে সরকার পতনের চেষ্টাও করা হয়েছিল। বিএনপি-জামায়াত ও হেফাজতের নেতাকর্মীরা দলে ঢুকে যাতে ষড়যন্ত্র করতে না পারে, সেই দিকে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।"

মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত এই শোকসভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের পাশাপাশি আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সহসভাপতি এবিএম হেলাল উদ্দিন, আব্দুল মজিদ ফটো ও মো. রমজান আলী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সাবেক সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা সেলিম প্রমুখ।


Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad