Type Here to Get Search Results !

১৩ সেপ্টেম্বর থেকে খুলছে মেডিকেল কলেজ; স্বশরীরে ক্লাস হবে:স্বাস্থ্যমন্ত্রী

0
- নিজস্ব প্রতিবেদক 

করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে খুলতে যাচ্ছে মেডিকেল কলেজ। আগামী ১৩ সেপ্টেম্বর থেকে দেশের মেডিকেল কলেজগুলোতে সশরীরের পাঠদান শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার(২ সেপ্টেম্বর) বেলা ১১টায় সচিবালয়ে ভার্চুয়ালি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।উক্ত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক।

বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, "আগামী ১৩ সেপ্টেম্বর থেকে মেডিকেল কলেজে সশরীরে পাঠদান শুরু করা হবে। তবে এক দুইদিন এদিক-সেদিক হতে পারে।জাতীয় কারিগরি কমিটি, সচিব, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রিন্সিপালসহ সবার মতামত নিয়ে এসব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।"

তিনি আরও বলেন, "প্রায় দেড় বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। যদি এখনও খুলে দেওয়া না হয় তাহলে একটা বড় গ্যাপ পরে যাবে।"

স্বাস্থ্যমন্ত্রী বলেন, "সকল ধরনের সুরক্ষা নিয়ে ১৩ সেপ্টেম্বর থেকে দেশের কয়েকশ মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস খোলা হবে। এসময় সকলকে মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তবে পরিস্থিতি দেখে পর্যায়ক্রমে সকল কিছু খোলা হবে।
মেডিক্যাল ১ম, ২য় ও ৫ম বর্ষের ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মেডিক্যালে ১ম, ২য় ও ৫ম বর্ষের সশরীরে ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ ১৩ সেপ্টেম্বর।"

এছাড়াও,বৈঠক সূত্রে জানা গেছে, 'শুরুতে পঞ্চম বর্ষ (ইন্টার্ন) ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হবে। এই দুই বর্ষের শিক্ষার্থীদের ক্লাস ভালোভাবে সম্পন্ন হলে পরবর্তীতে অন্যান্য বর্ষের শিক্ষার্থীদের সশরীরে পাঠদান শুরু হবে। আগামী মাসে সকল বর্ষের সশরীরে ক্লাস শুরু করা হতে পারে।'

এদিকে সকল ধরণের শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর মধ্য দিয়ে প্রায় ১৭ মাস পর মেডিকেল কলেজে সশরীরে পাঠদান শুরু হতে যাচ্ছে। এ সময় শিক্ষার্থীদের মাস্ক পড়াসহ যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।
প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর গত বছরের ১৮ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব মেডিকলে কলেজ। তবে ভার্চুয়াল মাধ্যমে ক্লাস-পরীক্ষা সবই চলছে।

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad