Type Here to Get Search Results !

ঢাকা বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে ঢাবি উপাচার্য যা জানালেন

0

- নিজস্ব প্রতিবেদক 

ঢাকা বিশ্ববিদ্যালয় এর উপাচার্য অধ্যাপক ড. মো.    আখতারুজ্জামান জানান,"আগামী অক্টোবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলসমূহ সীমিত পরিসরে খোলার পরিকল্পনা রয়েছে। তবে প্রভোস্ট কমিটির সভার সুপারিশের আলোকে ডিন কমিটির বৈঠকে যে পরিকল্পনা নেওয়া হয়েছিল, সে রোডম্যাপ অনুযায়ী ক্যাম্পাস খোলা হবে।"

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি বলেন, "আমাদের যে পূর্বের যে রোডম্যাপ ছিল সে পরিকল্পনা মোতাবেক আমরা অগ্রসর হচ্ছি। যেমন: শিক্ষার্থীদের ১৫ সেপ্টেম্বরের মধ্যে টিকা কার্যক্রমের আওতায় এসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে। তারপরে আমরা পর্যালোচনা করে পরিকল্পনার অংশ হিসেবে সিদ্ধান্ত করে তারিখ নির্ধারণ করতে পারবো। আবাসিক হল কবে খোলা যাবে সেই তারিখটা তখন আমরা বলে দেব।

উপাচার্য আরও বলেন,"আগামী ৫ সেপ্টেম্বর আমরা পরিবেশ পরিষদের অর্ন্তভুক্ত ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর সাথে মতবিনিময় করবো। তাদের সাথে মতবিনিময় করবো যাতে শিক্ষার্থীরা স্বাস্হ্যসচেতন থাকে। স্বাস্থ্য সচেতনের জায়গাটি যাতে জাগ্রত হয়, সেজন্য আমরা ছাত্রসংগঠনগুলোরও সহযোগিতা নেবো। যেটার মূল উদ্দেশ্য হল আবাসিক হল খোলা এবং স্বাস্থ্যবিধি অনুসরণ সংক্রান্ত।

ঠিক কবে নাগাদ ক্যাম্পাস খোলা হতে পারে এমন প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, নির্ধারিত তারিখ ওরকম নাই, একেকজন একেকরকম বলি। আমাদের মূল পরিকল্পনা হলো ১৫ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীদের তথ্যগুলো নিয়ে তারপরে আমরা তারিখগুলো নির্ধারণ করবো যে কবে আবাসিক হল খুলবো, কবে ক্লাস কার্যক্রম শুরু হতে পারে। তারপরে একটা পূর্ণাঙ্গ সময় দেয়া যাবে।

করোনা মহামারির কারণে দীর্ঘদিন ধরে বন্ধ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। এদিকে আগামী ১২ সেপ্টেম্বর থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে স্কুল খোলার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী। তাহলে প্রশ্ন দেশের সর্বোচ্চ বিদ্যাপীট ঢাকা বিশ্ববিদ্যালয় খুলছে কবে?

এদিকে গত ২৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খোলার বিষয়ে একটি রোডম্যাপ বিবেচনায় নেওয়া হয়।

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad