Type Here to Get Search Results !

ডেঙ্গু জ্বরে ছাত্রাবাসেই মারা গেলেন জবি শিক্ষার্থী

0
- নিজস্ব প্রতিবেদক 

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী আল-আমিন ওরফে লেবু।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ভোরে মিরপুরে নিজ মেসে তিনি মারা যান। তার গ্রামের বাড়ি বগুড়া জেলার নন্দীগ্রাম থানায়।

বিষয়টি নিশ্চিত করে আল-আমিনের সহপাঠী বাংলা বিভাগের শিক্ষার্থী মো. তানভীর ইসলাম বলেন,"আমরা এক রুমেই থাকতাম। সে অনেক কষ্ট করে পড়াশোনা করতো। কয়েকদিন ধরে বাড়িতে আছি।
গতকাল ফেসবুকে আল-আমিন তার জ্বরের কথা লিখে একটি পোস্ট দিয়েছিল। সেই পোস্ট দেখে আমি ফোন দিয়ে ডাক্তার দেখানোর কথা বলি। ভোরে অবস্থা খারাপ হলে রুমের বাকি সবাই তাকে ডা. আজমল হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে কিন্তু হাসপাতালে যাওয়ার আগেই সে মারা যায়।"

এ ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. পারভীন আক্তার জেমী বলেন, "কিছুক্ষণ আগে বিষয়টি জেনেছি। নিজ বিভাগের একজন শিক্ষার্থী মারা যাওয়া মানে নিজের সন্তান হারানো। বিষয়টি বেদনাদায়ক।"

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, "বাংলা বিভাগের একজন শিক্ষার্থী মারা যাওয়ার বিষয়টি জানতে পেরেছি। প্রচণ্ড জ্বরে আক্রান্ত ছিল সে। কিছুক্ষণ পর আল-আমিনের লাশ নিয়ে তার পরিবার বগুড়ার উদ্দেশ্যে রওনা দিবে। বিশ্ববিদ্যালয় থেকেই লাশ পরিবহনের ব্যবস্থা করা হয়েছে।"

সকালে লাশ মোহাম্মাদপুরস্থ আল মারকাজুল ইসলামী হাসপাতালে গোসল করানোর পর অ্যাম্বুলেন্সযোগে বিকেলে নন্দীগ্রামের বাড়িতে আনা হয়। এরপর পারিবারিক গোরস্থানে রাতে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বগুড়া-৪ (কাহাল –নন্দীগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য বিএনপি নেতা মোশাররফ হোসেন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে খুব পরিচিত মুখ ছিলেন আল-আমিন। তার মৃত্যুতে ক্যাম্পাসের সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad