Type Here to Get Search Results !

৭ অক্টোবর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা শুরু

0
- নিজস্ব প্রতিবেদক 

আগামী ৭ অক্টোবর থেকে সশরীরে সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। তবে করোনার সংক্রমণ বাড়লে পরীক্ষা হবে অনলাইনে। শ্রেণিকক্ষে শুধুমাত্র পরীক্ষা হলেও ক্লাস চলবে অনলাইনে।
প্রথম সেমিস্টারের পরীক্ষার পর কমপক্ষে দুই-তিন সপ্তাহ বিরতি দিয়ে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু হবে। পাশাপাশি থাকবে অনলাইনে পরীক্ষা নেওয়ার প্রস্তুতিও।

আজ মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হকের উপস্থিতিতে
বিশ্ববিদ্যালয়ের ডিন ও বিভাগীয় চেয়ারম্যানদের এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।বৈঠকে উপস্থিত থাকা একাধিক ডিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. চঞ্চল কুমার বোস বলেন, "বৈঠকে আলোচনার বিষয় ছিল পরীক্ষা অনলাইনে না সশরীরে হবে। ৭ অক্টোবর সশরীরে পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি এর মধ্যে করোনার সংক্রমণ বেড়ে যায় তাহলে ওই তারিখে অনলাইনে পরীক্ষা হবে।"

পাশাপশি,দুর্গাপূজার ছুটির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘পূজার ছুটি বাদ রেখে সেভাবে রুটিন করা হবে।’

এছাড়াও,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল বলেন, "আগেই বলা হয়েছিল পরীক্ষার কমপক্ষে ৪ সপ্তাহ আগে শিক্ষার্থীদের তারিখ জানানো হবে। সেই সুবাদেই আজকের মিটিংয়ে আগামী ৭ অক্টোবর থেকে সশরীরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত  হয়েছে। এর মধ্যেই পরীক্ষার আনুষঙ্গিক সব প্রস্তুতি নেওয়া হবে। যদি কোনো শিক্ষার্থী টিকা নেওয়ার বাকি থাকে তাহলে এক মাসের ভেতরেই তার টিকার ব্যবস্থাও করা হবে। তবে প্রয়োজনে কোনো বিভাগ চাইলে ৭ অক্টোবর এরপর থেকেও পরীক্ষা শুরু করতে পারবে। কিন্তু এর আগে শুরু করতে পারবে না।"

তিনি আরও বলেন,"স্বাস্থ্যবিধি মেনেই সশরীরে পরীক্ষা নেওয়া হবে। যদি করোনা পরিস্থিতির অবনতিতে সশরীরে পরীক্ষা নেওয়া সম্ভব না হয় তাহলে ৭ অক্টোবর বা তারপর থেকেই অনলাইনে সেমিস্টার পরীক্ষা নেওয়া হবে। সেজন্য অনলাইনে পরীক্ষা নেওয়ার জন্যও সার্বিক প্রস্তুতি এই এক মাসের মধ্যেই নেওয়া হবে। তবে আপাতত আমাদের মূল লক্ষ্য হল সশরীরে পরীক্ষা নেওয়া। প্রথম সেমিস্টারের পরীক্ষা আগে শুরু হবে। এরপর কমপক্ষে দুই বা তিন সপ্তাহ পর দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু হবে।"
এজন্য দু'ভাবেই প্রস্তুতি নেওয়া থাকবে। তবে এখন আমাদের টার্গেট সশরীরে পরীক্ষা নেওয়া। পরীক্ষার রুটিন ও আনুষঙ্গিক বিষয়সমূহ বিভাগ থেকে চূড়ান্ত করা হবে।"

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad