Type Here to Get Search Results !

৮ সেপ্টেম্বর থেকে সশরীরে পরীক্ষা নেবেন জাতীয় বিশ্ববিদ্যালয়।

0
- নিজস্ব প্রতিবেদক 

সশরীরে পরীক্ষা নিতে বেশ কয়েকটি সেশনের স্থগিত থাকা পরীক্ষার রুটিন প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামী ৮ সেপ্টেম্বর থেকে এসব পরীক্ষা শুরু হবে। এদিন ২০১৯ সালের বি.এসসি অনার্স ইন-ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) পার্ট-৪, ৭ম সেমিস্টারের পরীক্ষার মধ্যদিয়ে এ কার্যক্রম ‍শুরু হবে।

সোমবার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামান স্বাক্ষরিত ধারাবাহিক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব পরীক্ষার কথা জানানো হয়েছে।

পরীক্ষার সময়সূচি, সময়কাল এবং রুটিন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। পরীক্ষা চলাকালীন সময়ে নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট পর্যবেক্ষণে রাখার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের বলা হয়েছে।

এসব পরীক্ষার আয়োজনের বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (প্রফেশনাল) মাে. শাহানুর রহমান সা’দ সোমবার রাতে গণমাধ্যমকে বলেন, "শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত সকল স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করে সশরীরে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য তিনি শিক্ষার্থীদের প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।"

প্রফেশনালের কোর্সসমূহের মধ্যে  কম্পিউটার সায়েন্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (CSE) তৃতীয় বর্ষ, ৬ষ্ঠ সেমিস্টার, দ্বিতীয় বর্ষ, ৪র্থ সেমিস্টার স্থগিত পরীক্ষার পুনঃসংশোধিত সময়সূচী প্রকাশ হয়েছে, এছাড়াও ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ECE) পার্ট-১, ২য় সেমিস্টার পার্ট-৪, ৭ম সেমিস্টার পরীক্ষার পুনঃসংশোধিত সময়সূচী প্রকাশ হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল স্থগিত পরীক্ষা পরীক্ষা শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণ করে নেওয়া হবে বলে জানা গেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল স্থগিত পরীক্ষার রুটিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে৷

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে মার্চ মাস থেকেই বন্ধ রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা। করোনার কারণে অনার্স, মাস্টার্স প্রফেশনাল কোর্সের শত শত পরীক্ষা আটকে রয়েছে। এসব স্থগিত পরীক্ষার রুটিন পর্যায়ক্রমে প্রকাশ করা শুরু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে৷

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad