Type Here to Get Search Results !

অ্যাসাইনমেন্ট জমা দিতে গিয়ে শিক্ষার্থীদের দু পক্ষের মধ্যে সংঘর্ষ

0
- নিজস্ব প্রতিবেদক 
 

রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজে গ্রুপিংয়ের জের ধরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (২২ আগস্ট) দুপুর ১টার দিকে অ্যাসাইনমেন্ট জমা দেয়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজের কলেজ শাখার প্রভাষক মাঈন উদ্দীন গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, "শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট জমা দিতে এসেছিল। অ্যাসাইনমেন্ট জমা দেওয়া শেষ হলে তারা কলেজ ক্যাম্পাস করে চলে যায়। পরে কলেজের সামনে রাস্তায় শিক্ষার্থীদের দুটি অংশের গ্রুপিংকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এটা তাদের নিজেদের মধ্যেই ছিল। পরে ঘটনাস্থলে পুলিশ আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।"

এ বিষয়ে বনানী থানার উপ-পরিদর্শক(এস আই) শামসুল হক সংবাদমাধ্যমকে জানান, "শিক্ষার্থীরা তাদের পূর্বনির্ধারিত অ্যাসাইনমেন্ট জমা দিতে আসে। পরে ক্যাম্পাসের বাইরের সড়কে তাদের মধ্যে সংঘর্ষ বাধে এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।"
 
তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অ্যাসাইনমেন্ট শিট জমা দেওয়াকে কেন্দ্র করে মারামারি হওয়ার প্রাথমিক তথ্য পাওয়া গেলেও বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। সংঘর্ষের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad